হবিগঞ্জ সমিতি সিলেট’র অভিষেক ও বৃত্তি প্রদানে বক্তারা// সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে প্রস্তুত করতে হবে।

প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

হবিগঞ্জ সমিতি সিলেট’র অভিষেক ও বৃত্তি প্রদানে বক্তারা// সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে প্রস্তুত করতে হবে।

সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
বক্তারা বলেছেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে নিজেকে প্রস্তুত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। দেশের অগ্রযাত্রায় আগামীর শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করবে । বক্তারা বলেন আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। বক্তারা আরো বলেন, সিলেট মহানগরীতে বসবাসরত তদের প্রাণের সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট পারস্পরিক সম্প্রীতি ও আত্নার বন্ধন তৈরিতে প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্থ মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সামাজিক সংগঠন হিসেবে সুনিবিড় সম্পর্কের ধারা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।
হবিগঞ্জ সমিতি সিলেট আয়োজিত ২৭ অক্টোবর সন্ধায় শুক্রবার নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন এর হল রুমে
হবিগঞ্জ সমিতি সিলেটের নবনির্বাচিত কমিটির অভিষেক , শিক্ষাবৃত্তি প্রদান এবং খোয়াই নদীর বাঁকে স্বরণিকার মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সভাপতিত্ব করেন হবিগঞ্জ সমিতি সিলেটের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবী, সাবেক বিএম নেতা অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এর সাধারণ সম্পাদক, বিটাক এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ সমিতির সিলেটের সদ্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, ডাঃ হাবিবউল্লাহ সেলিম, ব্লাস্ট সিলেট এর কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী,ময়মনসিংহ সমিতি সিলেটের সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন, মৌলভী বাজার সমিতি সিলেট এর সভাপতি আহমদ ফেরদৌস, সিকৃবি মৎস অনুষদ এর ডীন প্রফেসর সাহাব উদ্দিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শামীমা চৌধুরী, বিশিষ্ট হোমিও চিকিৎসক বীরেন্দ্র চন্দ দেব, সিলেট ট্যাকসেস বারের সাবেক সভাপতি,নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, সাবেক সভাপতি আবু মোহাম্মদ আবদুল হান্নান। এমসি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জেবিন আক্তার ও জান্নাত তাসনুভা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শফিউল আলম চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ডাঃ নাজরা চৌধুরী, গাজী আব্দুল মাবুদ মমশাদ, অধ্যাপক একেএম মাহমুদুল আলম মারুফ। ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares